কবিতাঃ- তোমারই প্রেমে
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ০৫/০৮/২০
””””””””””””””””””””””””””
তোমারই প্রেমে
নরকের কাঠ গড়ায় দাঁড়িয়ে আমি
স্বপ্ন সাজাই পুষ্পের সজ্জিত বাসর।।
তোমারই প্রেমে
আমি যে নিস্তব্ধ উল্টো পায়ে হেঁটে যাই
সমস্ত পৃথিবী জুড়ে বসাই কবিতার আসর।।
তোমারই প্রেমে
আমি এই ডিজিটাল যুগেও হয়ে যাই
এলোমেলো সেই সাদা কালো ফটোগ্রাফ।।
তোমারই প্রেমে
আমি ধবধবে সাদা চাঁদে
লাগাই কলঙ্ক, অভিশাপ।।