এবার সময় হয়েছে, আমি অমর হতে চাই!
আমার নিঃসঙ্গতার বাগানে মনে হয় ফুটেছে ফুল
স্বপ্ন ছোঁয়া মন; আমি শুধু নির্ঘুম রাত সাজাই
প্রেম কি আফিম, গরল, নাকি অমৃত?
যদিও আমি বুঝি না তার একচুল।।
তবু তোমার রূপের মোহনায় ডুবেই গিলে খেয়েছি প্রেম
তোমার বুকের ভেতর শুঁকেছি আতরের গন্ধ
হৃদয় মন্দিরে দিয়েছি অর্ঘ, প্রেমাশ্রু
প্রেমের নৈবদ্যর থালায় দিয়েছি কদম কুঁড়ি মালা
তোমার সুষমায় চোখে এঁকেছি সুখ, চিত্রনাট্য।।
তার পর তুমি!
তুমি অনলে-অনিলে ঢেলেছ গরল বুকের গহীনে
প্রেমের গরল খেয়ে হৃদয় নির্যাস দেখে মৃত্যু
উইপোকা যেমন জেনে শুনে আগুনে ঝাঁপ দেয়
আমি যেন গিলে খেয়েছি প্রেমাগ্নি, ধুতুরার ফুল।।