বালিকা তুমি ভুল ভাবছো
আমি এমন পুরুষ নই
আমি তো শুধু এক সাধারণ পুরুষ
এভাবেই যে তাকাই চোখের ভিতর
এভাবেই হৃদয়ে পার ভাঙ্গে আমার
এভাবেই যে হারাই সাগর সুনীলে
এভাবেই নিমজ্জিত হৃদয়পটের ছবি আঁকি।।
বালিকা তুমি ভুল ভাবছো
আমি এমন পুরুষ নই
যে তোমারই জন্য লিখে দেবে প্রেমের উপাখ্যান
যে তোমারই জন্য বানাতে পারে নতুন সাম্রাজ্য
যে চাঁদের থেকে এক মুঠো জ্যোৎস্না এনে
তোমার কপালে ছোঁয়াতে পারে
তোমার জন্য বানাতে পারে প্রেমতন্ত্র সংবিধান।।
ভুল ভাবছো বালিকা তুমি
আমি এমন পুরুষ নই
যে তোমার জন্য চাঁদের বুকে বানাতে পারে বাড়ি
যে তোমার জন্য দিতে পারে সাতশ সমুদ্র তেরো নদী পাড়ি
যে তোমার জন্যই এনে দিতে পারে ১০৮ টি নীল পদ্ম
যে মিথ্যে মিথ্যে তোমার জন্য রোমিও সাজতে পারে।।
আমি তো শুধু এক নিরঙ্কুশ পুরুষ
যে শুধুমাত্র তোমাকেই বলতে পারি
ভালোবাসি বালিকা তোমায়
কোন উপমায় নয়
যে শুধু তোমার প্রেমে হাবুডুবু খেতে পারি বারবার
যে শুধুই তোমার জন্য হৃদয়ের অধরে
মধ্যরাতে সাজিয়ে রাখতে পারি সজ্জিত বাসর।।