কবিতাঃ- তোমার জন্য-২
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১৬/০৭/২০
””””””””””””””””””””
তোমার জন্য একটা পাহাড়
বসত করে বুকের মাঝে
তোমার জন্য হৃদয় জুড়ে
একটা নদী আজো কাঁদে।।
তোমার জন্য আজও আমি
পাহাড় চিরে ঝর্ণা নামাই
তোমার জন্য আজও যেন
হৃদয় ভেঙে নদী বানাই।।