কবিতাঃ- তোমার জন্য-১
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১৫/০৭/২০
””””””””””””””””””””””
তোমার জন্য একটা জীবন
দুঃখ পুষে কাটিয়ে দেবো
তোমার জন্য বুকের ভেতর
এক পৃথিবী কষ্ট নেব।।

তোমার জন্য ভিজতে পারি
সারা বর্ষা শ্রাবণ ধারায়
তোমার জন্য হৃদয় হারায়
আঁকবো প্রেম তারায় তারায়।।