"""""""""""""""""""""""
তোমাকেই কাছে পেলে সখি
প্রজাপতির ডানায় জোছনা নামতো..
বুকের ভেতর বয়ে যেত প্রেমের ই ঝর্ণা ধারা,
আমার উড়নচণ্ডী এ জীবন
ভরে উঠত ভালোবাসার আলিঙ্গনে...
আর হৃদয়ে উপচে পড়া
অভিমান গুলি পরিণতি পেত প্রেমের সুধায়।।