আজ আমি কেবলি উদাস হব
মায়া নদীর জল ভাসিয়ে নিয়ে যাবে
আমার সকল কোলাহল
আমার সকল দুঃখ সুখ;
আমি শুধু শুনে যাব
নিঃশব্দে ঝিঁঝিঁপোকার বিলাসী চিৎকার,
আজ তারা গুলো শুষে নেবে
আকাশের সব জলের উষ্ণতা
জ্যোৎস্নারা নেমে যাবে মাটিতে
এই বাধাহীন পৃথিবীর...
আজ আমি কেবলি উদাস হব
আজ আমার প্রেমান্ধ মন
কেবলি পান করবে কবিতার মায়াজল;
ঘাসের উপর শিশির বিন্দুর মতো...
আজ আমি কেবলি উদাস হব।।