””””””””””””””””””””
কবির সমস্ত শরীর-মন তন্ত্রে তনুতে
ছড়িয়ে পরুক কালকূট
তবু একটা কবিতা লেখা হোক।।
সমস্ত হৃদয়ে ডুবে যাক বিষণ্ণতা
দুঃখের বিস্তার হোক সমস্ত আপাদমস্তক
তবু একটা কবিতা লেখা হোক।।
একটা ঝড় হোক ভীষণই ঝড়,হোক প্লাবন,
অন্ধকারেই ঢেকে যাক কবির মুখ
তবু একটা কবিতা লেখা হোক।।
আকাশে বাতাসে সব অভিমান ভেঙ্গে
প্রেমের জুয়ারে় কবিরা ভাসুক
তবু একটা কবিতা লেখা হোক।।
দীর্ঘশ্বাস আরো দীর্ঘ হোক
ক্ষুধা-তৃষ্ণায় মরছে মানুষ মরুক
যুদ্ধ যুদ্ধ খেলায় সমস্ত পৃথিবী মেতে উঠুক
তবু একটা কবিতা লেখা হোক।।
চাঁদ নেমে আসুক পৃথিবীর মাটিতে
নক্ষত্র আর গ্রহ গুলো একটা একটা ঝরে পড়ুক
তবু একটা কবিতা লেখা হোক।।
কবিতারা কবির অনুভূতিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাক
কবির হৃদয় নিয়েই ফুটবল খেলুক
তবু একটা কবিতা লেখা হোক
কবির সময় খাক কবিতারা,
দরিদ্রতায় গ্রাস করুক সমস্ত কবি কে,
না খেয়ে থেকে সমস্ত কবিরা মরুক
তবু একটা কবিতা লেখা হোক।।