তুমি আর ডাকবে না জেনেও, এই যে আমি
নির্বাসন বুকে নিয়ে নির্বিকার হেটে যেতে যেতে
তবু ফিরে ফিরে তাকাই অজস্র বার।
এই যে তোমার এই উপেক্ষা অবহেলা সয়েও
আমি থেকে যেতে চাই, তোমায় পেতে চাই;
এই যে তোমার প্রতিক্ষেপ, প্রত্যাখ্যানের পরেও
প্রভুভক্ত সারমেয় এর মত বারবার তোমার দুয়ারে এসে দাঁড়াই।
এই যে আমার প্রেমের গাছটা
শেখর সমেত উপড়ে ফেলার পরও
হৃদয়ের কোটরে যত্নে জমা ফুলগুলো সব তোমায় দিয় যাই;
হয়তো এটাই আমার প্রেম, সঞ্চিত ভালোবাসা....
এবং আমি জানি,
একদিন তুমি আমার এই সঞ্চিত প্রেম
সুদ সমেত ফিরিয়ে দেবে আমার কাছে
কিন্তু সে দিন হয়তো আমিই থাকবো না
থাকবে শুধু তোমায় ঘিরে রাখা আমার কিছু স্মৃতি
অভিমানে ফিরে যাওয়া নত মুখ।।