তোমারে পাইতে গিয়া, হারাইলাম হৃৎপিণ্ডের মানচিত্র—
যেমন ঘূর্ণিঝড়ে পথ হারায় জাহাজের হাল,
তোমারে ছুঁইতে গিয়া হৃদয় পুড়লো,
যেন ভিসুভিয়াসের আগুন,
পুড়াইতে চাইলাম ভেতরের সব জমাট ব্যথা,
কিন্তু পুড়তে পুড়তেও ছাই হইলো না কিছুই;
তোমারে পাওয়ার তৃষ্ণায় দিন পেরুল, রাত গড়াল,
তবুও তোমারে পাইলাম না।
তোমার জন্য আমি সাগরের ঢেউ গুইণা
পার করলাম পুরা আটলান্টিক,
তোমার লাইগা, সাহারার সমস্ত বালি উড়াইয়া দিলাম বাতাসে,
তোমারে পাইতে গিয়া টুইন টাওয়ারে মত নিজেরে ভাঙলাম-
তবুও তোমারে পাইলাম কই!
তোমারে পাইতে গিয়া হারাইলাম
আমার একান্ত জ্যোৎস্নায় মোড়ানো আকাশ
ভাঙলাম অন্তহীন রাত্রির ঘেরাটোপ,
তোমার নামের প্রতিটি অক্ষরে বাঁধলাম সমস্ত আকাশের আয়োজন,
তবুও তুমি রইলা দূরের নক্ষত্র হইয়া—
অগম্য, অন্তহীন শূন্যতায়,
তোমারে পাইতে গিয়া নিজেরেই হারায়া ফেললাম,
তবুও তোমারে পাইলাম কই!
____________√√√___________