ভালোবাসা নাই বা পেলাম
আমি চাই শুধু একটা ঠিকানা থাকুক।।
যাযাবর পাখির ই মতো
পথ চলতে চলতে যখন ক্লান্তি নেমে আসবে
সমস্ত শরীর জুড়ে!
চোখ জুড়ে নেমে আসবে রাজ্যের ঘুম!
আমি চাই তখন কেউ একজন
আমার জন্য একটা ঠিকানায় অপেক্ষা করুক,
আমার জন্যই বিছিয়ে রাখুক সফেদ বিছানা।।