এইতো জীবন চলছে এখন
কখনো রঙিন, কখনো সাদা কালো ফ্রেমের মতন
কিছু মায়া কিছু প্রেমের ক্ষণিক বাঁধন;
মাঝে মাঝে রঙ্গমঞ্চে সাজি অভিনেতা
দুঃখে হাসি সুখে কাঁদি, হায় বিধাতা!
ব্যস্ত সবাই সফলতা চাই, নিষ্ফল শপথে
জ্যামিতিক জীবনের অভিরাম চলা সেই পথে
চলছে জীবন যন্ত্রমানব কীর্তিবাসের উপহাসে
সময়ের সেই নির্মম স্রোতে আমিও চলছি ভেসে..।।
সুখ বিলাসী মন সুখ সেতো, আকাশ কুসুম'
মৃত্যুঞ্জয় তো কেউ নয়, বৃথাই সুখ খুঁজি এক জনম;
তবুও সেই বৃত্তের বাইরে জীবন কজন খুঁজে ফেরে?
কে কাকে ভাই মনে রাখে বলো? বিশ্ব খেলা ঘরে।।
মানবের মাঝেই মানবের বেশে রবো, মুখে সবাই বলি
আদতে পূর্ণ রে করি শূন্য, মানবতার দিয়ে জলাঞ্জলি..
তবুও তো চলছে জীবন, বৃত্তে বন্দী শুধু স্বপ্ন দেখা
এইতো আছি বেশ আছি ভাই, আমাদের আর যেমন থাকা।।