একটা সন্তপ বালির পৃথিবী তবু চলছিল
শ্লথ নিরুদ্যম উড়ন্ত ট্রেনের মত..
আগুনের দাউ দাউ জ্বলন্ত শিখায়
পুড়ছিল বাতাসের মুখ।
মায়াবী হরিণী কান্নার ভেতর গাছ,
ঘাস পোকাদের বিস্তীর্ণ ধানের ক্ষেত
মাছের নির্জীব খেলা ঘর-
নেশায় মাতাল দেশলাই কাঠি পুড়িয়ে করছে ছারখার।।
ভেতরে কঠিন অসুখের সমারোহ..
আমি আকাশের ভেতর আকাশ কে সাক্ষী রেখে
ঈশ্বর কে দেখাতে চেয়েছিলাম পৃথিবীর ক্ষত,
ঈশ্বর তবু বলল না কিছুই;
সমুদ্রে ভাসমান পৃথিবী..
তলদেশে খতিয়ে দেখার কিছু নেই
জ্বলন্ত সিগারেট তো ভ্যাপসা ধোঁয়ায় পুড়ে ছাই হবেই।।