এই যে নদী একলা নদী যাচ্ছে বয়ে
সবাই দেখে কেমন করে
জলের উপর শিউলি ঝরে...
কেমন করে মাছরাঙ্গাটা
মাছের জন্য দিচ্ছে উড়াল,
কেমন করে নদীর পাড়ে
কাশফুল টা হাওয়ায় নড়ে।
সন্ধ্যা নদীর রূপের মোহ সবাই দেখে
পাড় ভাঙ্গা ওই নদীর দুঃখ কেউ দেখেনা!
তার বুকে জমা ঢেউ টুকু আর কেউ দেখেনা!
কেউ দেখেনা কেমন করে
একটা নদীর হৃদয় ভাঙ্গে উথালপাতাল হঠাৎ ঝড়ে।।