নার্সেসিস্ট, তুমি পৃথিবীর ভেতর অন্য পৃথিবী বানাও
তুমি নিজেকে নিজেই ভাবো রাজা!
এই ভোর নিঃসঙ্গ ক্লান্ত দুপুর
তুমি কখনো দাঁড়াওনি একা বয়ে চলা নদীটির ধারে
এই অরণ্য, এই কার্তিকের জোছনা,
এই দূরবিনীত নীল আকাশ
টাকা ছাড়া কিছুই সুন্দর নয় তোমার কাছে...
টাকার পাহাড় বানিয়ে কেবল তোমার আত্মতৃপ্তি;
নার্সেসিস্ট, তুমি প্রেম বুঝনি যৌনতা ছাড়া
তুমি চিৎকার করে বলবে যৌনতাই বড় জুলিয়েট...
তুমি পৃথিবীর সব সাধ লুকিয়ে রাখো জঠরে।
নার্সেসিস্ট, তুমি একদিন দুইদিন তিনদিন
চিৎকার করতে করতে বাঘের মতো গর্জন করে
ছিঁড়ে নেবে নিজেরই বুকের পাঁজর,
নার্সেসিস্ট, সেইদিন বুঝবে মৃত্যুতেই কেবল তোমার সকল মুগ্ধতা।।