তোমার এই রূপ দেখেছে যে পুরুষ
তার মন ভরে গেছে আজন্ম বসন্তে
সে-ই জানে কার্তিকের পূর্ণিমা কত স্নিগ্ধ,
কোজাগরীর চাঁদ কত সুন্দর...
তার চেয়েও সুন্দর তুমি!

তোমার স্পর্শ পেয়েছে যে পুরুষ
তাকে ছুঁয়ে গেছে শরতের ভাসা মেঘ
সেই জানে কেবল কাশফুলের কোমলতা কি...
তার চেয়েও কোমল তুমি!

তোমার ওই মিষ্টি হাসি দেখেছে যে পুরুষ
সে তো দেখেছে প্রথম ভোরে
শিশিরে ভেজা সহাস্য গোলাপ,
ঝিনুকের আবডালে জ্বলজ্বলে মুক্তোর হাসি...
তার চেয়েও সুহাসিনী তুমি!

তোমার এই কাজল চোখ দেখেছে যে পুরুষ,
সে তো দেখেছে গ্রীষ্মের কালো শান্ত মেঘের আভা
মায়া হরিণীর কাজল চোখের রূপ—
তার চেয়ে মায়া-ময় কাজল তোমার চোখ!

তোমার ওই সুরেলা কণ্ঠ শুনেছে যে পুরুষ
সে তো শুনেছে দূর আকাশের বৃষ্টির গান,
প্রতিটি স্নিগ্ধ সকালে কোকিলের মধুর সুর,
তার চেয়েও সুমধুর তোমার কণ্ঠস্বর!

তোমার চুলের ঘ্রাণ পেয়েছে যে পুরুষ
তার হৃদয় ভরেছে চিরন্তন ফুলের সৌরভে।
সেই জানে মাধবীলতার সুবাস কি মিষ্টি
তার চেয়েও মিষ্টি তোমার চুলের সুরভি!

তোমার ভালবাসা পেয়েছে যে পুরুষ
সে পেয়ে গেছে স্বর্গের সমস্ত সুখ
পৃথিবীর আর কিছু চাওয়া নেই তার
তোমায় দেখতে দেখতে এক নিমিষে
হারিয়ে যাবে সে অনন্ত স্বপ্নলোকে.....