শেষ বার ফিরে দেখার পর
যখন আর দেখা হবে না!
ধ্রুপদী বিষন্নতা নিয়ে ফিরে যেতে যেতে
পায়ের ছাপ গুলি হারিয়ে যাবে কৃষ্ণচূড়ার ছায়ায়...
ফসফরাস ফ্রেমে বন্দী সবুজ চোখ
কেবল তাকিয়ে থাকবে পিছন দিকে
ভালোবাসার অপমৃত্যু নিয়ে
পেছনে ছুটতে থাকে জনপদ;
ছুটতে ছুটতে একটা হৃদয় পড়ে থাকবে
শূন্যতার ভিতর নিশ্চুপ, পৃথিবীর শেষ স্টেশন।।