কিছু কথা থেকে যাক
না-বলা কথায়;
কিছু পিছুটান
কিছু প্রেম-অপ্রেমে বিফল স্বপ্ন
কিছু অযাচিত অভিমান।।
যে নীল আকাশ জুড়ে রয়
সে তো বেদনায় নয়;
প্রেমের টানেই নীল-প্রেমে নীলাকাশ.....
তবু যেন সব কথা বলে না হৃদয়!!
না হয় কিছু কবিতা হৃদয়েই থেকে যাক
অনুভূতির পায়ে-হাঁটা
ভালোলাগা-ভালোবাসা
আরও কিছুকাল না হয় বেহিসাবী থাক।।