সেইসব অমাবস্যার রাতে সদ্য রজস্বলা কিশোরীটি
তার নওল শরীরের পরিবর্তন বোঝার আগেই
বুঝে গিয়েছিল
এই পৃথিবী শক্তি ও শক্তের
হায়েনা ও শকুনের
এইখানে স্বস্তি নেই শান্তি নেই অন্ধকার শুধু অন্ধকার
বাঁ দিকে বাঘের দল ডান দিকে ঘন জঙ্গল;
সুঠাম বড়াল বাঁশের মত শক্ত হতে শেখায় যে জীবন
মায়ের মত কোমল পরশ খুঁজে বার বার-
মেয়েটি পালাতে পালাতে জীবনের ইতি টানে এখন।