আজ অপারগতার গ্লানি জমে গেছে আমাদের ললাটে
আমাদের স্বপ্নকে ঠোঙ্গার ভেতর রেখে দিয়েছে
আমাদের ব্যস্ত জীবন
আমাদের সুখ গুলো সব সৌখিন দুঃখের মলাটে ঢেকে দেয়া হয়েছে।
অথচ আমাদের সোনালী এক অতীত ছিল,
সোনার টুকরো মতো ধান, জুঁই সাদা ভাত
বুড়ি সুতোর মত বাতাসে উড়ে যাওয়া রেশমি পশম
দুধের মতো ঝরঝরে স্রোতের বয়ে যাওয়া নদী।
আমাদের চাওয়া গুলো ছিল অতি সামান্য
আমাদের পাওয়া গুলো ছিল খুবই নগণ্য
তখন জীবন মায়ের দুগ্ধ গন্ধা আঁচলে জড়িয়ে থাকত
তখন জীবন বাবার ঘামে ভেজা গামছায় মুছে দেয়া হতো।
এখন আমরা শুরু করেছি স্বপ্নের বেচাকেনা
আমরা জীবনকে গড়ে দিয়েছি যন্ত্রের দানবীয় রূপ
আমরা চাওয়া-পাওয়ার বেড়াজালে শুরু করেছি ইঁদুর দৌড়ের খেলা
অথচ আমরা ভুলে গেছি সুখ এক মনস্তাত্ত্বিক ব্যামো ছাড়া কিছু নয়।।