যে ছেলেটি শহীদ হলো গতকাল
তার মায়ের আর্তনাদ আমি শুনেছি...
"তুই মোর ছাওয়াক চাকরি না দিবু, না দে
কিন্তু মারলু ক্যানে"
মায়ের এ আর্তনাদে কেঁপে উঠছে আকাশ বাতাস
তার এ গগন বিদারী আর্তনাদে
আমার বুকটা শুধু খাঁ খাঁ করে উঠেছে।
ছেলেটার নাম আবু সাঈদ,
অতি দরিদ্রতায় পৃষ্ঠ হয়ে হয়েও হাল ছাড়েনি যে ছেলেটি
মায়ের আশা পূরণে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে ছিল যে ছেলেটি
বোনের স্বপ্ন পূরণে বি সি এস দিতে চেয়েছিল যে ছেলেটি
আজ নিজের অধিকার চাইতে গিয়ে
সে ফিরল লাশ হয়ে।
আমার বড়ো জানতে ইচ্ছে করে আবু সাঈদ,
তুমি এখন কেমন আছ ?
নিশ্চয়ই তুমি হেটে বেড়াচ্ছো স্বর্গ উদ্যানে।
আমি জানি,
তোমারে রক্তকে সরকার জান্তা ব্যর্থ প্রমাণিত করতে চাইবে,
বিবেকের বোতামগুলো খুলে
তাদের হৃদয় ঢেকে যাবে এক জল্লাদের ছবি।
তবু মনে রেখো হে শহীদ, তোমার ভাইয়েরা এখনো রাজপথে লড়ে যাচ্ছে
তোমার এ রক্ত কে বৃথা যেতে দেবে না তারা;
ইতিহাস বলে যায়
তোমার মায়ের অভিশাপের দাম ওদের দিতেই হবে একদিন।