তুমি বললে,
প্রিয় তুমি সত্যি বল-
আমায় ভালোবাসো?
আমি বললাম,
আমার দিকে ফিরে একটু
মিষ্টি করে হাসো।।

তুমি বললে,
দুর ছাই, সত্যি বল তাই-
রাত্রি হলেই কি আমার জন্য ঘরে ফিরে আসো?
আমি বললাম,
ব্যস্ততা যেই পিপীলিকা হয়ে ঘিরে,
তখন হৃদয় আয়নায় তোমার ছবি ভাসে
ভালোবাসার টানেই তখন ঘরে ফিরে আসি।।