একদিন আমি পাখি হব
পাখি নয় ঠিক, পাখির মত প্রেমিক...
একদিন আমি উড়ে যাব প্রেম প্রান্তরের দিকে
উড়ে যাব তোমার প্রেমের আলো মেখে,
তোমার সর্ষের প্লাবিত কুসুম দেহখানি ছুঁয়ে
একদিন আমিও অমর হব, প্রেমিক হব;
আঁচল ভরা শিউলি ওড়াতে ওড়াতে
একদিন তুমি হবে সুরঞ্জনা
আর আমি আকাশলীন।।