শুধু একটা প্রিয় কবিতার জন্য আমি আমার
সমস্ত সত্তা দিয়ে কতকাল ধরে অপেক্ষায় আছি;
আমার অতি আদরের স্বপ্ন গুলি জিইয়ে রেখেছি
শুধুই একটা প্রিয় কবিতার জন্য।।
সকালের স্নিগ্ধ শুভ্রতাকে
আমি ছুটি দিয়েছি যেন সেই কবেই
শুধুই একটা প্রিয় কবিতা লিখব বলে।।
কত নিশীথ পার হয়ে গেছে আমার
একটা কবিতার জন্য কবিতা তুমি জানলে না
শুধু আকাশের নক্ষত্রগুলোই জানে;
আমার ত্রিশ টা বসন্ত আমাকে না জানিয়ে চলে গেছে
শুধুই একটা প্রিয় কবিতার জন্য।।
আমার শৈশবের চঞ্চলা নদীটাতে
সাঁতার কাটতে ভুলে গেছি সেই কবে,
শুধুই একটা প্রিয় কবিতার জন্য।।
কতকাল আমি সবুজ ধান ক্ষেতের
কৃষ্ণ মাটির আল ধরে হেঁটে যাই না
শুধুই একটা প্রিয় কবিতার জন্য।।
আমার বাগানের প্রিয় শিউলি গাছে
পানি দিতে ভুলে গেছি কবে!
শুধুই একটা প্রিয় কবিতার জন্য।।
গলির মোড়ে বন্ধুদের আড্ডায় যাই
না সে কতদিন হল,
শুধুই একটা প্রিয় কবিতার জন্য।।
কতবার আমাকে আমার প্রিয়তমা
পাগল অকর্মণ্য বলে গাল দিয়েছে
শুধুই একটা প্রিয় কবিতার জন্য।।
আমার কামাতুর যৌবন আগলে রেখে
প্রেয়সী কে দূরে ঠেলে দিয়েছি কতবার
সে শুধু আমিই জানি,
শুধুই একটা প্রিয় কবিতার জন্য
জোছনার প্লাবনে ভিজতে ভুলে গেছি আমি কবেই
শুধুই একটা প্রিয় কবিতার জন্য।।
কবে আমার হৃদয়ের খাতায়
শুভ্র পাতায় ভরে দিবে কবিতার প্রেম প্রিয়তর স্পর্শে
তাই আমি আজো অপেক্ষায় আছি,
শুধুই একটা প্রিয় কবিতার জন্য।।