প্রেমের প্রতিমা তুমি আজও মন বুঝনি!
নিতান্ত মাটির কবি আমি
অলৌকিক কিছু নয়,
তুমুল ফাল্গুনে আমিও যেমন প্রেমিক পুরুষ
অশান্ত শ্রাবণে আমি পুড়ি বেদনায়।
প্রেমের প্রতিমা তুমি বেদনা কি জান?
ভেতরে ক্ষরণ আঁধারের শোক
ঝরাপাতার ক্যানভাসে বুকের জমিন
বৃত্তের ভেতর ডানা ঝাপ্টায় ধ্রুপদী হৃদয়..
হাজার জনতার ভিড়েও খুব একা
কোলাহল হীন ছাতিম শহর।।
প্রেমের প্রতিমা তুমি কখনো কি শুননি..
নীলকন্ঠ কবিতার চিৎকার?
শব্দের মায়ায় নিপুণ কারুকাজ
তবুও হৃদয়ে বাস করে বেদনা-নীল ইশতেহার।।