মনের ফিতায় দূরত্ব মাপি ফেলে আসা দিনের
ক্ষৌণী ঘড়ি বলে যায় সময় যে চলে গেছে ঢের
তবু মনের আগুন নেভাতে দমকল খুঁজি আহত হরিণের।।
স্মৃতির অবগাহন যেন হয়না শেষ নিয়নের আলোয়
এলোমেলো ভাবনায় মন খারাপ তবুও যে প্রকট হয়
আঁধারে হারিয়ে যায় যেন জ্যোৎস্নার বলয়।।
হিম হাওয়ার ভেতর আজ আকাশ কাঁদে নক্ষত্রের তলে
তুমি হারিয়েই গেলে, আমারও দিন যায় রাতও যায় চলে
তবু কেন স্মৃতি হাতড়াই বিদীর্ণ ব্যথায় অসুস্থ ডানার কোলাহলে?