শ্রাবণের ধারা থেমে যাও;
তোমাকে দেইনি মোর
সবটা দুপুর
মায়াবী সন্ধ্যায় না হয় আবার তুমি
ফিরে এসো, ঝরুক তোমার
বৃষ্টিধারা, ছন্দের নূপুর।।
শ্রাবণের ধারা থেমে যাও;
তোমাকে তো দেইনি এত স্বাধীনতা
এতটা অন্তমিল
দেখো! গৃহবন্দি আজ সব প্রেমিক
ভগ্ন ডালে বসে আছে
সাঁঝের ই শঙ্খচিল।।