কবিতাঃ- শ্রাবণ সন্ধ্যা
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ২৩/০৭/২০
””””””””””””””””””””
এখনও বৃষ্টি ঝরে
আকাশ নিকষ কালো করে
এই শ্রাবণ সন্ধ্যায়
শুধু তুমি নেই পাশে।।
তোমাকে দিয়েছিলাম মোর
হৃদয় আকাশ
সারাটা দিন, বৃষ্টি দুপুর
হে প্রিয়া তুমি রয়েছো কত দূর?
তুমি আসবে বলেই
সন্ধ্যা টুকু যে নিয়েছিলাম চেয়ে
শ্রাবণ মেঘের কাছে।।
তুমি ফিরে এলে
ভিজবো দুজন
শ্রাবণ ধারায়
তুমি এলে না আজও
শ্রাবণ সন্ধ্যা যে ফুরিয়ে যায়।।
এখন বুঝি থমকে গেছে
আকাশের মেঘমালা
তোমারই অপেক্ষায়।।
তুমি এলে না তবুও
শ্রাবণ সন্ধ্যা যে ফুরিয়ে যায়।।