আমি দেখেছিলাম যে তারে
গভীর নিশীথের স্বপ্নের অন্তঃপুরে,
সে কোন বালিকা যেন একা বসে আছে
রাত্রি বাসর সাজিয়ে মোর হৃদয়ের কাছে;
চুলে তার মেঘ-চাঁদ লুকোচুরি খেলে
ঠোঁট তার রক্ত জবা ফুলেরই মত
প্রজাপতি খেলে যায় তার আপেলের মত গালে
আঁখিতে যেন তার গোধূলির রঙ মাখানো কত,
অলস দুপুরের হাওয়া তার এলোচুলে খেলে বারে বারে
জোনাকির মতো রূপ তার দূরে যায় যেন উড়ে
কোন এক নিশীথের স্বপ্ন অন্তঃপুরে
মনে হয় আমি যে দেখেছিলাম তারে।।