কিছু বিষাদ ব্যক্তিগত গৃহকবলিত
বুকের বাঁ পাশ একটা পাথর তুমি দেখোনি তো,
জমে আছে, বসে আছে পাথরাজিনীলা
বুকের খাঁচায় বন্দি পাখি কাঁদে যে একেলা
আত্মঘাতী বিষাদ আমার নীল বেদনার আঁচে
রক্ত পুঁজে ডুবে মরে ভ্রম জমে কাঁচে;
একে একে ছয় টি রিপু উড়েছে ছয় দিকে
বাক্স ভর্তি বিষাদ জমুক কি হবে আর লিখে!
বিষাদ আমার ব্যক্তিগত, বিষাদ আমার ভাই
কিছু বিষাদ সুখের মতো, হৃদয়ে জড়াই।।