""""""""""""""""
চলো যাই হারিয়ে
সীমানা ছাড়িয়ে
মেঘের দেশের ভিড়ে
না হয় ইচ্ছে নদীর তীরে।।
নাম-না-জানা দূরের দেশে
রোদ্দুরে তে রইবো মিশে
দেখব শিশির ধানের শীষে
হাওয়ায় উড়ে উড়ে।।
দেখব কত সাগর পাহাড়
সবুজ জলের ঝর্ণা বাহার
কোন সে অচিন পুরে
চলো যাই হারিয়ে দূরে।।
"""""""""""""""""""""""""""""""""
অনেকদিন পরে ঘর থেকে বের হলাম ভ্রমণের উদ্দেশ্যে- প্রথমে সিলেটের শাহ-পরান, শাহাজালাল, জাফলং ঘুরে তারপর রওনা হব কক্সবাজারের উদ্দেশ্যে; কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরে সেখান থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, শেষে সেন্টমার্টিন দ্বীপ।। যদিও যাওয়ার কথা ছিল অনেক আগেই শুধু করোনার কারণে এত সময় পিছিয়ে রয়েছে।। সবার কাছে দোয়া চাই যেন ভ্রমণ শেষে সুন্দর সুস্থ ভাবে ফিরে আসতে পারি।।