""""""""""""""""""""""
নিবিড় অরণ্য বারে বারে যেন আমাকেই ডাকে
সেই সব আম গাছের ছায়ায় ঘেরা
অরন্যের ই লাবণ্য ভরা স্বপ্ন চোখে।
রোদেলা দুপুরের প্রখর তাপে
আমি শান্তি খুঁজি, আমি শান্তি খুঁজি..
মেঠো পথ, দুই পাশে নুয়ে পড়া ঘাসের প্রলেপে।।
বাতাসের বয়ে যাওয়া সবুজ ধানের ঘ্রাণে
দূরে বয়ে চলা নদী
মিশে যাই, মিশে যায় আমারই প্রাণে।।
মনের দরজা খুলে আমি হেঁটে যাই
বিভোর রাতে যখন আমি ঘুমে থাকি
হৃদয়ের ক্যানভাসে সেই সব সবুজের ছবি আঁকি ।।