খোদা মেহেরবান
করলেন তিনি দান
একটি মহান রাত।।
শবে ক্বদর যার নাম
হাজার মাস সম দাম
দিলেন এই নেয়ামাত।।
ক্বদরের এই মহান রাতে
তুলেছি দুই হাত
তুমি কবুল কর প্রভু
আমার মোনাজাত।।
তুমি রহিম তুমি করিম
তুমি যে রাহমান
সাদা যেন স্মরণ রাখি
খোদা তোমার নাম।।
ক্বদর রাতে আমার দোয়া
কবুল কর প্রভু
শয়তান ধোকায় যেন তোমায়
ভুলে না যাই কভু।।