কবিতাঃ- শব্দের মিছিল
কবিঃ- অবিরুদ্ধ মোহাম্মদ
তারিখঃ- ২৩/০৫/২০
“””””””””””””””””""""""""""""""""
হৃদয়ের দরজায়
ঠক ঠক করে ওঠে শব্দের মিছিল।
কে ডাকল? সারা নেই;
কেউ নেই?
মনে হয় ভ্রম!
নাকি দর্পণের সামনে দাঁড়ায় কেউ একজন।।

দেখি নানান শব্দেরা আসছে মগজের ভিতর.
তখনই চোখের ভিতর রোদ জমে  
নক্ষত্রেরা স্থান বদলায়,
অতৃপ্তি, অপূর্ণতায়
শব্দেরা আসে, বিভ্রান্ত করে
আর ধরার আগেই সে মিলিয়ে যায়
ক্রমশ দূরে আরও দূরে
প্রতিধ্বনি হীনতায়।।

আমার ক্লান্ত শ্রান্ত মনের অগোচরে
আবার আসে টকটক করেই চলে
হিম অন্ধকারে বরফের নির্বাসিত সে শব্দেরা
মিহি জল কণা মেশা আশ্বিনের হাওয়ার মত
ঘাসের উপরে খণ্ড-খণ্ড শুভ্র শিশিরের মত
বৈশাখের দমকা কোন ঝড়ের মত
ওরা আসে; বারবার আসে
দু’হাত বাড়িয়ে ফের
সব কিছু তছনছ করে চলে যায়
অশান্ত, ধ্রুব, বিক্ষিপ্ত, শব্দের মিছিল-
শুধু ধরতে পারিনা তারে কবিতার মায়াজালে
আমি যে শ্রান্ত ক্লান্ত বিষন্ন এক কবি।।