শিশির ভেজা সকাল জানে
নীল সমুদ্রের তীরে
হৃদয়ের বিশালতা নিয়ে
আমি চেয়ে তাকে দূরের পানে...।।

দু-চোখ জুড়ে ফেনিল সিন্ধু
পায়ের নিচে বালুময় তীর
হৃদয়ের কথাগুলো লিখে রাখে
ভোরের শিশির।।