অদ্ভুত নিঃশব্দ এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা বিমূঢ়-কপট,তারাই যেন সত্যের দিকে দেখে বেশ,
যাদের মনে নেই কোনো আলো, মানুষের প্রেম,
পৃথিবীতে আজ চলছে তাদের নীরব নির্দেশ।
যারা আজও বিশ্বাস করে মানবতার শক্তিতে,
যাদের হৃদয়ে সজাগ এখনও ন্যায়ের বীজ,
শিল্প কিংবা সাধনা, মহৎ সত্যের জ্বলন্ত শিখা,
তারা আজ এই মিথ্যে পৃথিবীতে উচ্ছিষ্ট খনিজ।
যাদের মাঝে সত্যের আলো একবার জ্বলে উঠেছিল,
তারাও এখন নিশ্চুপ, ভীতির দংশনে- সত্যের পণ
এই অদ্ভুত নিস্তব্ধতায় কারারুদ্ধ মুক্তির পথ
তবুও তো নিঃশব্দে পৃথিবীর বাঁকে বাঁকে চলছে জীবন!