মুখে যদি লেগে থাকে লালা
বাতাসে উড়ে বেড়ায় সোনালী চুলের ঘ্রাণ
ডোরাকাটা কপালে এক গুচ্ছ চুম্বন,
বুকের ভেতর জমে অনাকাঙ্ক্ষিত অভিমান।
হৃদয়ের ফোকর গলিয়ে যদি ঢুকে পরে মায়া
আঙ্গুলে দুঃখের মতো লেগে থাকে সুখ
চোখের পাতায় যদি খেলা করে সোনালী স্বপন
তবে তোমায় গ্রাস করেছে প্রেমের অসুখ।।