যেতে হবে বহুদূর
এখনো যে ঢের পথ বাকি;
তবু মিছে মায়ার নেশায়
পিছনেই চেয়ে থাকি।

জীবনের কোলাহলে
সব পথ শেষ হলে
হিসেবের খাতায় দেখি
ষোল আনা ফাঁকি।।