ছেলেটার জন্য মায়া হয়
যে ছেলেটা
আকাশ হতে চেয়ে গাছ হয়ে গিয়েছে…
ছেলেটা চেয়েছিল শুধু মুক্তার মত
তারা ভরা একটা আকাশ,
পূর্ব আকাশে ভোরের মতো
একটা স্তম্ভিত আলো
চেয়েছিল কিছুটা নীলের ছোঁয়া,
চেয়েছিল পাখিটার জন্য
চির মুক্ত একটা আকাশ মেলে দিতে।।
ছেলেটার জন্য মায়া হয়
যেই ছেলেটা হৃদয়ের মতো আকাশ হতে চেয়ে
শুধু নিস্তব্ধ একটা গাছ হয়ে আছে।।