আবার দেখা হবে, দেখা হবে আবার
তুমি দেখে নিও!
শুধুই সময়ের অপেক্ষা...
কয়লা যেমন একবার পোড়া দহনে পুড়ে পুড়ে কয়লা
দ্বিতীয়বার আবার মেশিনে চুল্লিতে আগুনের সাথে দেখা হয়
তেমন আবার দেখা হবে,
দেখা হবে আমাদের আবার।
জল যেমন মাটি ছেড়ে বাষ্প হয় আকাশে,
আকাশ ঘুরে বৃষ্টি হয়ে আবার মাটির সাথে দেখা হয়
তেমন আবার দেখা হবে
দেখা হবে আমাদের আবার।
গোল পৃথিবীর শূন্য বিন্দুটি যেমন
শূন্যতায় ঘুরতে ঘুরতে আবর্তিত হয়ে
ফিরে আসে একই সরল রেখায়
তেমন আবার দেখা হবে
দেখা হবে আমাদের আবার।।