সুধী সমাবেশ,
দেশে কবিতার কোন আকাল নেই
আপনারা চুপ করে বসুন...
কবিতার একটু দাম বৃদ্ধি পেলেই
আপনারা হয়ে উঠেন আপোষহীন প্রতিবাদী ভৃত্য
আপনারা একটু বুঝতে চেষ্টা করুন,
দুই প্রেমিকের চুলাচুলিতে আজকাল শব্দের চাষ হচ্ছে না তেমন
তাই একটু দাম বৃদ্ধি আর কি
আপনারা তো বলেই ফেলবেন এটা ইরেজারের চক্রান্ত
আপনারাও না পারেন শুধু শুধু বেফাঁস কথা বলে ফেলতে
আসলে আমরা ইরেজারের বংশধরদের উপর এতটাই নির্ভরশীল যে তাদের শলা পরামর্শ ছাড়া আমরা কবিতা উৎপাদন করি না।
সুধী সমাবেশ,
একটু ধৈর্য ধরে বসুন
দেখছেন তো কতগুলা কবিতা বোঝাই ট্রাক আটকে আছে প্রেমিকার ঠোঁটে
আসলে মোট কথা হচ্ছে দেশে কবিতার কোন আকাল নেই...
তবুও দেখুন কিছু পাঠার্থী কবিতার অভাবে ক্রমাগত আর্তনাদ করতে করতে মরে যাচ্ছে...
এসব বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ধরিয়ে দিন;
দেখছেন তো আমরা কেমন কবিতা বিলাসী!
রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সতেরোশ টি শব্দ বাহী গাড়ি ইরেজারের বংশধরের হাতে পাচার হয়ে যাবার পর আমরা সতেরো টি কুমির নিয়ে এসেছি মায়া কান্না করার জন্য।
আপনারা দয়া করে শান্ত হয়ে বসুন।।