তুমি চেয়ে ছিলে বলে
আমি যে নেমেছিলাম
অথৈ জলে.....

নেমে দেখি কী ভীষণ অকুল পাথার...
আমি আনাড়ি নাবিক,
না জানি সাঁতার।।