"""""""""""""""""""""""""""""
সেই কিশোর বেলায়
যে কিশোরীটি ছুঁয়ে ছিল আমার বুক..!
সেই নিগুঢ় রহস্যময়ী মোনালিসা,
সেই লজ্জা লতা কোমল কমল পদ্ম,
সেই কাজল চোখের বনলতা,
সেই হরিণী মায়াবীনির আখির ঝিলিক;
সেই অপ্সরার রূপ.......
স্মৃতির মধ্যাহ্নে যেন
অনুভূতির সে অণু-কণা খতিয়ান-
আজো আমি পুষে রাখি
হৃদয়ের সব কটা জানালা জুড়েই।।