গল্পটা হয়তো সবারই জানা
সেই যে কবে রাজার মেয়ে তার বাবাকে বলেছিল লবণের মত ভালবাসার কথা;
অথচ এই লবণ বেশি হয়ে গেলে তেতো হয়ে ওঠে।।
জীবিকার প্রেম আর কবিতার প্রেম বুঝি এক নয়!
কবিতার প্রেম! সেতো কবিরাই জানে,
লাল-নীল গ্রাফ খাতায় সাজিয়ে দেয়
রঙ ঘেরা পোড়ামাটির মগ্ন কারুকাজ;
আকাশের সীমা মাপে প্রেমিকার চোখে
আর সমুদ্রের গভীরতা মাপে হৃদয়ের খুনসুটি।।
আর জীবিকার প্রেম!
সেতো নাভিতে উনুন জ্বালিয়ে
ডাল-ভাত-তেল মেখে কেটে যায় প্রেমের বায়ান্ন সপ্তা।
মানুষ আর কতটুকু ভালবাসতে পারে?
ডেসিমেল নাম্বারে হয়তো প্রমাণ নেই আজও।
তবু প্রেম লবণের মতোই
সংগোপনে চুয়ে পড়া ক'ফোটা প্রেম
হাত পেতে নেবে বলেই কেটে যায় ডাল-ভাত-সংসারের একটা জীবন।।