দুঃখের কথা কারো কাছে বলতে নেই
বললে, দুঃখের ওজন কমে যায়
দুঃখের দুঃখ কমে যায়...
তবুও, আজন্ম কী অবাক নির্লজ্জ আমি,
আমার একান্ত দুঃখ গুলো সাজিয়ে রাখি শোকেসে
যেন চাই কেউ একজন এসে দুঃখগুলো খুব করে দেখুক
কেউ এসে বলুক এত দুঃখ কেন তোমার?
আমি তো চেয়েছিলাম
দুঃখকে লালন করতে নিজের ভেতর...
চেয়েছিলাম আমার দুঃখ গুলোকে
লালন করতে করতে একদিন একটা দুঃখের নদীর জন্ম হোক
অতঃপর নদীর পাড়ে জন্মাবে দুঃখের সারি গাছ
আর আমি প্রতিদিন সেই গাছের তলায় আগুন জ্বালিয়ে
দুঃখকে একটু একটু করে বাড়তে দেবো
এবং একদিন সেই সব দুঃখ গাছ জুড়ে
জন্মাবে হাজার হাজার দুঃখ ফুল;
অথচ, আজন্ম কী অবাক নির্লজ্জ আমি...