সন্ধ্যা নামছে ডোরাকাটা বুকে
আগুন রাখা পথে নামে আমি
বলছে সবাই থামাও থামাও ওকে
আমার তো সেই পুরনো পাগলামি।।
সত্যি কথা বলতে গেলেই পরে
আগুন জলে উৎপীড়কের গায়ে
ওদের দেখে কাঁপছে সবাই ডরে
বাঁচতে চাইলে ধর গে ওদের পায়ে।।
জমছে ধীরে জীর্ণ নীড়ে পুঞ্জীভূত বিষ
আমি বলি কিসের এত ভয়?
আধার শেষে ফুটবে আলুর শিষ
দেখবে শেষে আমাদেরই জয়।।