বিশ্ব নিখিলের আছো যত মুমিন মুসলমান
এলো মাহে রমজান রহমত ও নাজাতের নিয়ে আহ্বান;
আহলান সাহলান
এসেছে যে রামাদান
শত পাপী তাপী করতে ক্ষমা খোদা মেহেরবান।।
হাজার মাসের সেরা এই শাহে রমজান
এসেছে পাপ-পঙ্কিলতা থেকে দিতেই পরিত্রাণ
গরীবের কষ্ট তৃষ্ণা করে অনুমান
মুমিন বান্দা বাড়ায় যে তার ঈমান
সকলকে তুমি করে দাও ক্ষমা হে রহীম রহমান।।