তোমার চোখে খুঁজি আমি
প্রেমের অনুরণন
প্রেমের নামে তুমি দিলে
আমায় প্রহসন!!

এখন আমার দিন কেটে যায়
অশ্রু জলে ভেসে
সুখের আশায় প্রেম করে হায়
দুঃখ দিলে শেষে??