কবিতাঃ- প্রেমের ছোঁয়া-২ ( অণু কবিতা)
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১৯/০৮/২০
””””””””””””””””””””
মন উতলা শিউলি ফুলের
গন্ধে মাখা ফাগুন হাওয়ায়
ইচ্ছে করে নিজেকে আজ
হারায় যেন তোমার চাওয়ায়।।

উচাটন মন কি শিহরণ
লাগলো আজি আমার প্রাণে
যার হৃদয় মেতেছে প্রেমে
বানজারা মন সেই তো জানে।।