কবিতাঃ- প্রেমের ছড়া-৩
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১৩/০৮/২০
””””””””””””””””””””””””””
তোমার কমল কোমল ঠোঁট
যেন ফোটা পদ্ম ফুল
তোমার দীঘল কাজল চোখ
আমায় করেছে ব্যাকুল।।